Member Details

Mohammad A Baro Bhuiyan

বাংলাদেশের প্রতিথযশা সাংবাদিক, ঢাকা জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ফাজলে রশীদ দীর্ঘ প্রায় এক যুগ নিউইয়র্কে বসবাসের পর শারীরিক অসুস্থ্যতার জন্য স্বস্ত্রীক মিনাসোটায় বসবাসরত তাঁদের একমাত্র কন্যা ফাবিয়া রশীদের কাছে চলে যান। এবং সেখানে তিনি ইন্তেকাল করেন।

ঢাকার ডেইলী নিউনেশন-এর সাবেক সম্পাদক ফাজলে রশীদ উইকলী হলিডে’র কট্রিবিউটিং এডিটর ছিলেন। তিনি হলিডে ও ফিন্যান্সিয়াল টাইমস সহ নিউইয়র্কের বিভিন্ন পত্রিকায় পত্রিকায় নিয়মিত লিখতেন। 


Phone:
Organization:
BT&T Credit Repair
Social Share: