জেবিবিএ’র নির্বাচন ৯ জানুয়ারি: নির্বাচন কমিশন
Published On Dec 18, 2021
জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ’র কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। জেবিবিএ’র নির্বাচন কমিশগন গত ১৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে নির্বাচনের তারিখ ও তফশিল ঘোষণা করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ ভূঁইয়া। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাফর মিতা, আবু হেলেন হোসেন ও বেলায়েত হোসেন। জেবিবিএ’র আসন্ন এ নির্বাচনকে ঘিরে জ্যাকসন হাইটসের ব্যবসায়ীদের মাঝে চলছে ব্যাপক তৎপরতা। নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের এই সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভক্তভাবে পরিচালিত হয়ে আসছে। পৃথক দু’টি কমিটি তাদের কর্মসূচিও পালন করে একটি শক্তিশালী জেবিবিএ গঠনের লক্ষে কাজ করছেন বেশ ক’জন ব্যবসায়ী। নতুন একটি কমিটি গঠনের জন্য তারা সদস্য সংগ্রহও করেন। তাদের প্রচেষ্টায় গঠিত হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশন ঘোষিত তফশিল উভয় পক্ষ মেনে নিলে ৯ জানুয়ারি ঐক্যবদ্ধ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। অথবা সম্মিলিত মতঐক্যের ভিত্তিতে একটি কমিটি গঠিত হবে। অন্যথায় পূর্বের ধারা অনুযায়ী একাংশের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ নির্বাচন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। মেশিনে হবে ভোট গ্রহণ। নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্লাজার কনফারেন্স রুমে। মনোনয়নপত্র বিতরণের সময়সীমা ২১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহে ৫০ ডলার ফি লাগবে। মনোনয়নপত্র গ্রহণের তারিখ ও সময় রাখা হয়েছে ২৪ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রত্যাহারের সময় ২৫ ডিসেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা। চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে ২৬ ডিসেম্বর রাত আটটায়।
নির্বাচন কমিশনের জারি করা আচরণবিধিতে বলা হয়েছে, প্রার্থীদের বৈধ ভোটার ও ন্যূনতম ১৮ বছর হতে হবে। ভোট দেওয়ার আগে ভোটারকে ফটোসহ বৈধ পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স/স্টেট আইডি/পাসপোর্ট অথবা ওয়ার্ক অথরাইজেশন দেখাতে হবে। নির্বাচন কমিশন কেন্দ্রে ক্যামেরা দিয়ে সব সময় মনিটরিং করা হবে। কেবল নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে মিডিয়ার পক্ষ থেকে ছবি তোলা যাবে। সাংবাদিক ছাড়া কেউ তা করতে পারবেন না। নির্বাচন কেন্দ্রে কেউ মোবাইল/ফোনজাতীয় কোনো ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না। নির্বাচন কেন্দ্রের ১০০ গজের মধ্যে কোনো প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা বা পোস্টার ব্যবহার করতে পারবেন না। বড় কোনো বিল্ডিংয়ে কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ নির্বাচনী প্রচারণা বা পোস্টার ব্যবহার করতে পারবেন না।
নির্বাচনী কাজে সর্বোচ্চ ১২ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি সাইজের পোস্টার ব্যবহার করতে পারবেন। ভোট গণনার সময় শুধু প্রার্থী উপস্থিত থাকতে পারবেন। নির্বাচন কমিশনের সিল ও স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হবে। একজন প্রার্থী একাধিক পদে মনোনয়নপত্র জমা দিতে পারবেন, তবে প্রত্যাহারের দিন একটি পদের বেশি মনোনয়নপত্র থাকলে সবই বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী প্যানেলভিত্তিক কোনো মনোনয়নপত্র জমা দিতে পারবেন না। নির্বাচনে কোনো ভোটারকে চ্যালেঞ্জ করতে হলে ৫০ ডলার দিয়ে তা করতে হবে। অভিযোগ সত্য হলে কেবল জমাকৃত ডলার ফেরত দেওয়া হবে।
জেবিবিএর আসন্ন নির্বাচনে সভাপতি পদে ব্যবসায়ী গিয়াস আহমেদ, জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুকু এবং সাবেক সভাপতি ও ব্যবসায়ী শাহনেওয়াজ। সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন বারী হোম কেয়ারের আসেফ বারী টুটুল, তারেক হাসান ও জিলানী হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন জানা গেছে।