সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার: জেবিবিএ নির্বাচনে গিয়াস-তারেক প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

সংগঠনের ঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার: জেবিবিএ নির্বাচনে গিয়াস-তারেক প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত

Published On Dec 18, 2021

নিউইয়র্ক: গত ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টর পার্টি হলে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব এনওয়াই ইনক (জেবিবিএ)-এর আসন্ন দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৩) গিয়াস-তারেক পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রার্থীদের পরিচয় করিয়ে দেন সাবেক সভাপতি ও গিয়াস-তারেক প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহ নেওয়াজ। এ প্যানেলের প্রার্থীরা হলেন; সভাপতি গিয়াস আহমেদ, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, সহ সভাপতি মোহাম্মদ হাসান জিলানী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক এইচ খান, সহ সাধারণ সম্পাদক এমডি মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম, কোষাধক্ষ্য এস এম আবুল হাসান, দপ্তর সম্পাদক এমডি জি রহমান (আকাশ রহমান), সাংস্কৃতিক সম্পাদক জাফর উল্লাহ মিলন, প্রচার সম্পাদক বেলাল আহমদ এবং কর্যকরী সদস্য যথাক্রমে রকি আলিয়ান, বর্ণালী হাসান এমডি, খালেদ আকতার, আব্দুল আলিম এবং এস কিউ আলম।

প্রার্থীদের পরিচয় করিয়ে দেয়ার পর ঘোষণা করা হয় নির্বাচনী ইশতেহার। ইশতেহারে উল্লেখ করা হয়, এ প্যানেল নির্বাচিত হলে পরিস্কার পরিচ্ছন্ন ও সম্পূর্ণ নিরাপদ জ্যাকসন হাইটস গঠনের লক্ষে দুই জন নিরাপত্তাকর্মী ও একজন পরিচ্ছনতা কর্মী নিয়োগ, জেবিবিএ’র সদস্যদের পুলিশী হয়রানি থেকে রক্ষা করতে দাপ্তারিক লিয়াঁজো বাড়ানো, সংগঠনের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা, মেম্বারদের একটি আইডি কার্ড ও ডিসকাউন্ট কার্ড প্রদান, মূলধারার অফিসগুলোর সঙ্গে লিয়াঁজো বাড়ানো, বছরে একাধিকবার অনুষ্ঠান, সংগঠনের নির্দিষ্ট কার্যালয় স্থাপন, গার্বেজ ক্যান স্থাপন করে পরিচ্ছনতা কার্যক্রম জোরদার, জেবিবিএ‘র প্রেসিডেন্ট- সেক্রেটারিকে না জানিয়ে সদস্যদের পুলিশী হয়রানি থেকে সদস্যদের সুরক্ষা, গাডি পার্কিং নিয়ে ট্রাফিকের সঙ্গে সমন্বয়, জুম্মার নামাজের সময় গাড়ির ডাবল পার্কিং এর ব্যবস্থা করা, ঈদের জামাতের সার্বিক পদক্ষেপ নেয়া, জেবিবিএ‘র সদস্যদের মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, জেবিবিএকে বিভিন্ন চেম্বারের সঙ্গে সর্ম্পৃক্ত করা ইত্যাদি।